নিজে কাজ করে উপার্জন করে বাঁচতে চাইঃ পরিকল্পনামন্ত্রী

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ 873 views
শেয়ার করুন
সারাবিশ্বে এখন করোনা মহামারি চলছে। বাংলাদেশেও এই মহামারি হানা দিয়েছে মার্চ মাসের শুরুর দিকে। আমরা দেশের মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছি যাতে করে এই মহামারি থেকে দেশের মানুষকে রক্ষা করতে পারি।
 
বৃহস্পতিবার (২রা জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মাঝে জিআর ১০ কেজি চাল-ডাল বিতরণকালে এসব বলেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
 
তিনি আরো বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এই করোনা মহামারি তুলনামূলক তেমন ক্ষতি করতে পারেনি। কারণ আমরা আগে থেকেই দেশের মানুষকে সচেতন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে পেরেছি। তারপরও কিছু ক্ষতি হয়েছে। এই মহামারি মধ্যে দেশে হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে। আমার নির্বাচনী এলাকার সহ সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকের ঘর বাড়ি থলিয়ে গেছে।
 
নিজে কাজ করে উপার্জন করে বাঁচতে চাই বলে মন্ত্রী আরোও বলেন, আমরা রিলিফ খেয়ে বাঁচতে চাই না। শুধু করোনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ, বন্যার মতো দুর্যোগে নয়, ২৪ ঘন্টা সরকার দেশের মানুষের পাশে আছে। তারপরও আমরা দেশের মানুষের জন্য ১০ টাকা কেজি চাল, জিআর, ভিজিএফ, ভিজিডি দিয়ে দেশের মানুষকে সহযোগিতা করে আসছি।
 
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনর্চাজ কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন প্রমূখ।